Blog

হ‍্যাপি হরমোন

অন্ধ মেয়েটি আকাশের তারা খুঁজতে গিয়েহাত রাখে নদীটার কাকচক্ষু জলে।বনের মধ‍্যে এতো গাছপালার অক্সিজেনথাকতেও কারো কারো শ্বাস বন্ধ হবার উপক্রমহতে

বহু আলোকবর্ষ আগের ভবিষ্যতে সমুদ্র তীরে

[বহু আলোকবর্ষ আগের ভবিষ্যতে সব যখন প্রাণহীন, ছাইয়ের নীলচে গুঁড়ো হয়ে পড়ে আছে বিশাল স্থাপনায় চাপা পড়া কোন চিঠির মতো,

এক পৃষ্ঠা শূন্যতা বা চাঁদের হাসিমুখ

শূন্যতা দেখতে ঠিক কি রকম ভাবতে ভাবতেআমি পূর্ণতাকে ভেবে ফেলি। পুকুরের পানিতেবৃষ্টির কণা ঝরে ঝরে ছোট থেকে বড় শূন্যতৈরি করতে

পৃথিবীতে ভালোবাসার বয়স

বয়সের কথা ভুলে যাও- বরং তুমি ভাবতে পারোপৃথিবীতে ভালোবাসার বয়স হলো ঠিক কতো বছর?কবে তার জন্মদিন- উইশ করবে বলে সারাবছরতক্কে

স্নিগ্ধ হাসির সাথে দেখা করে আসি

কিছু কান্না জমিয়ে রাখি, যাতে আস্তে ধীরেসময় নিয়ে পরে কাঁদা যায়। মানুষ যেমন একটু একটুকরে টাকা জমায়, তারপর দূরে কোথাও

বহু আলোকবর্ষ আগের ভবিষ্যতে সমুদ্র তীরে

[বহু আলোকবর্ষ আগের ভবিষ্যতে সব যখন প্রাণহীন, ছাইয়ের নীলচে গুঁড়ো হয়ে পড়ে আছে বিশাল স্থাপনায় চাপা পড়া কোন চিঠির মতো,